Mohammedan Sporting: মহামেডানের গোলরক্ষক কোচ হলেন সন্দীপ নন্দী

0
1

মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan Sporting) গোলরক্ষক কোচ হলেন সন্দীপ নন্দী ( Sandip Nandy)। শনিবার এমনটাই জানালেন সাদা-কালো কর্তারা। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছসিত সন্দীপ।

ইতিমধ্যেই করোনার ( Corona) ভীতি কাটিয়ে আইলিগের (I-league) জন‍্য ফের অনুশীলন শুরু করে দিয়েছে সাদা-কালো ব্রিগেড। আইলিগের প্রস্তুতি শুরু করতেই সন্দীপ নন্দীকে গোলরক্ষক কোচ হিসাবে নিযুক্ত করল মহামেডান স্পোর্টিং ক্লাব। সম্প্রতি মহামেডানের আগের গোলরক্ষক কোচ মিহির সাওয়ান্ত এসসি ইস্টবেঙ্গলে যোগ দেন, ফলে সন্দীপ নন্দীকে এই দায়িত্ব দেওয়া হয়।

শনিবার মহামেডান তাঁবুতে সন্দীপ নন্দীর যোগদানের কথা ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন টিম ম্যানেজার দীপেন্দু বিশ্বাস, সচিব দানিশ ইকবাল সহ মহমেডানের কর্মকর্তারা।
এদিন নতুন দায়িত্ব হাতে নিয়ে সন্দীপ নন্দী বলেন,” খুবই ভালো লাগছে। মহামেডানে নতুন দায়িত্ব পেয়ে উচ্ছসিত। নিজের ১০০ শতাংশ দিয়ে তৈরি করব দলকে।”

আরও পড়ুন:সুভাষ স‍্যারের মৃত্যুতে শোকাহত বাইচুং, ডগলাস, ‘সুভাষ দা লোকটা অনেক ভোকাল ছিল’, বললেন বাইচুং