নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ ট্রাম উদ্বোধন করলেন মদন মিত্র

0
3

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীতে তাঁকে সন্মান জানাতে কলকাতায় বিশেষ ট্রাম উদ্বোধন করলেন রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্র (Madan Mitra)। গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে এই ট্রামের উদ্বোধন করেন তিনি। বিশেষ এই ট্রামটির নাম ‘বলাকা’। ট্রামটির উদ্বোধনের পর মদন মিত্র বলেন, সম্পূর্ণ বিনা পয়সায় এই ট্রামে চড়া যাবে।

পাশাপাশি তিনি (Madan Mitra) আরও বলেন, দিল্লির রাজপথে নেতাজির ট্যাবলো বাতিল করা হয়েছে। কিন্তু কলকাতায় নেতাজির নামাঙ্কিত ট্রাম চলবে, এটা কেন্দ্রকে জবাব দেওয়া হল। আগামী সাতদিন ধরে এই ট্রাম চলবে। এই ট্রামে নেতাজি সংক্রান্ত অনেকগুলি বই থাকবে যা যাত্রীর তাঁদের যাত্রাপথে পড়তে পারবেন।

একই সঙ্গে এই বিশেষ ট্রামে নেতাজির উপর গান এবং দেশাত্মবোধক গান বাজবে, যা শুনতে শুনতে যাত্রীরা গন্তব্যে পৌঁছবেন। প্রথমদিন এই ট্রামটি গড়িয়াহাট থেকে ধর্মতলা পর্যন্ত যায়। অল্প সময়ের মধ্যে এই ধরনের একটি ট্রাম তৈরি করার জন্য ট্রাম কোম্পানীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মদন মিত্র।