Sourav Ganguly: কোহলিকে শো-কজের কোন পরিকল্পনা ছিল না, জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট

0
3

বিরাট কোহলিকে ( Virat Kohli) শো-কজের নোটিশ পাঠানো কোন কথাই ঠিক নয়,এদিন সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট ( BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly)। গত দু’দিন বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছিল যে, দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যের বিরোধিতা করার জন্য কোহলিকে শো-কজের নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ। এমনকি বোর্ড সচিব জয় শাহ নাকি কোনও রকমে সৌরভকে এই শো-কজ করা থেকে নিরস্ত করেছিলেন। আর এদিন এই খবর একেবারেই সত‍্যি নয় বলে উড়িয়ে দিলেন মহারাজ।

এদিন তিনি বলেন,” বিরাটকে শো কজের নোটিস পাঠানোর খবর একেবারেই সত্যি নয়।”

ঘটনার সূত্রপাত, দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে বিরাট কোহলি জানিয়েছিলেন, টি-২০ ফরম্যাটে নেতৃত্ব ছাড়ার কথা বলার পর বোর্ডের তরফে কোনও বিরোধিতা করা হয়নি। বরং এটাকে এগিয়ে যাওয়ার পরবর্তী ধাপ হিসাবে মেনে নেওয়া হয়েছিল। যদিও তার আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, কোহলিকে বারবার নেতৃত্ব না ছাড়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি তা শোনেননি।

আরও পড়ুন:Mohammedan Sporting: মহামেডানের গোলরক্ষক কোচ হলেন সন্দীপ নন্দী