দু-একদিনের মধ্যেই ফের গোয়া যাচ্ছেন অভিষেক

0
1

আর মাত্র কয়েকদিন পরেই গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election)। সব রাজনৈতিক দলই নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেসও (Trinamool Congress)। ফের দু-একদিনের মধ্যেই গোয়া যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

আরও পড়ুন-Tripura: সাতসকালে দুষ্কৃতী হামলায় মৃত ব্যবসায়ী, ‘বারুদের স্তুপের উপর রাজ্য’ তোপ তৃণমূলের

জানা গিয়েছে, এবার গোয়া (Goa) গিয়ে একাধিক দলীয় বৈঠক সারবেন অভিষেক (Abhishek Banerjee)। রয়েছে একাধিক সাংগঠনিক কর্মসূচিও। ইতিমধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে ঘাসফুল শিবির। এরমধ্যেই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল।

ভোটমুখী গোয়ায় কংগ্রেস (Congress) কার্যত একা লড়ার সিদ্ধান্তই নিয়েছে। অন্যদিকে, শিবসেনার (Shiv Sena) সঙ্গে জোটের জল্পনা চলছে তৃণমূল কংগ্রেসের।