Corona Update:দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ,বাড়ল মৃত্যুও

0
3

দেশে বেলাগাম করোনার দৈনিক সংক্রমণ। বিধিনিষেধ, টিকাকরণ, মাস্ক পরার কড়াকড়ি থাকা সত্ত্বেও কোনওভাবেই লাগাম পরানো যাচ্ছে না সংক্রমণকে। একরকম রকেট গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও।

আরও পড়ুন:Arunachal Pradesh: আমাদের কিছু জানা নেই, অরুণাচল প্রদেশের অপহৃত কিশোরের অভিযোগ অস্বীকার চিনের

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, সংক্রমণের হার পৌঁছেছে ১৭.৯৪ শতাংশ।গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ২৫৪ জন।এইনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮৫ লক্ষ ৬৬ হাজার ২৭ জন।গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৭০৩ জনের। বৃহস্পতিবার তা ছিল ৪৯১।মৃতের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে কেরল। বাকি সব রাজ্যেই মৃতের সংখ্যা ৫০এর কম রয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের কারণ অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ২০ লক্ষ ১৮ হাজার ৮২৫ জন। যা আগের দিনের থেকে প্রায় ৯৪ হাজার বেশি। যা রীতিমত উদ্বেগের।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্র, কেরল এবং কর্নাটকে দৈনিক আক্রান্ত রয়েছে ৪৫ হাজারের বেশি। তামিলনাড়ুতে সাড়ে ২৮ হাজার এবং গুজরাতে তা প্রায় সাড়ে ২৪ হাজার। পাশপাশি রয়েছে ওমিক্রণের উপদ্রব। এখনও পর্যন্ত দেশে মোট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬৯২ জন।