গেরুয়া শিবিরে ফের ভাঙনের আশঙ্কা, কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চাইলেন দুই বিজেপি বিধায়ক

0
2

একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই বঙ্গে গেরুয়া শিবিরে একের পর এক ভাঙন। সেইসঙ্গে দলের অন্দরে প্রবল বিদ্রোহ, গৃহযুদ্ধ, অন্তর্কলহ, গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত রাজ্য বিজেপি (BJP)। বিশেষ করে নতুনভাবে রাজ্য ও জেলা কমিটি গঠিত হওয়ার পর সেই বিদ্রোহের আগুন দাবানলের রূপ নিয়েছে। এবার কেন্দ্রীয় নিরাপত্তা (Central Security) ছাড়তে চাইলেন বিজেপির দুই বিক্ষুব্ধ বিধায়ক। বাঁকুড়ার (Bankura) ওন্দার (Onda) বিধায়ক অমরনাথ শাখা এবং ইন্দাসের (Indas) নির্মল কুমার ধাড়া এবার কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চেয়ে দলকে চিঠি পাঠিয়েছেন। তবে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত, সেটা অবশ্য স্পষ্ট করেননি তাঁরা।

আরও পড়ুন“প্যারাট্রুপ লিডার” বিদ্রুপের পর বিপ্লবকে এবার “আবোল-তাবোল মাস্টার” কটাক্ষ সুদীপের

সূত্রের খবর, বাঁকুড়ার নতুন জেলা সভাপতির সঙ্গে বনিবনা না হওয়াতেই এমন সিদ্ধান্ত নিতে চলেছেন তাঁরা। এর আগে ওই দুই বিধায়ক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। তোমার কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দিয়ে নিরাপত্তা ছাড়ার ইচ্ছাপ্রকাশ করলেন। ঘনিষ্ঠ মহলে তাঁরা বিজেপি ছাড়ারও ইঙ্গিত দিয়েছেন বলে শোনা যাচ্ছে। এরপর থেকেই দুই বিধায়কের তৃণমূলে যোগদান নিয়েও চলছে জোর জল্পনা। যদিও বিষয়টি নিয়ে এখনই প্রকাশ্যে মুখ খুলছেন না ওন্দার বিধায়ক অমরনাথ শাখা এবং ইন্দাসের নির্মল কুমার ধাড়া।