৫০ বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে নয়াদিল্লির ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’-এ। যা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সাধারণতন্ত্র দিবসের ঠিক আগে মোদি সরকারের এই পদক্ষেপ নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। উল্টোদিকে কেন্দ্রের সাফাই খরচ বাঁচাতেই এই পদক্ষেপ।
আরও পড়ুন:গেরুয়া শিবিরে ফের ভাঙনের আশঙ্কা, কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চাইলেন দুই বিজেপি বিধায়ক
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহিদ ভারতীয় সেনাদের স্মৃতিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকার প্রতিষ্ঠা করেছিল অমর জওয়ান জ্যোতি। ১৯৭২ সালের ২৭ জানুয়ারি ইন্দিরা এই স্মৃতিসৌধের উদ্বোধন করা হয়েছিল। পাথরের স্তম্ভে উল্টো করে রাখা ৭.৬২ স্বয়ংক্রিয় রাইফেল এবং তার উপর একটি সেনা শিরস্ত্রাণের স্মারক রয়েছে এখানে। আর তার সামনে সর্বক্ষণ জ্বলতে থাকা আগুনের শিখা।সেই স্মারক তৈরির পর থেকে প্রতিবার সাধারণতন্ত্র দিবসের সকালে অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধা জানান দেশের রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রী, নৌসেনা, বায়ুসেনা ও স্থলসেনার প্রধান। সেই থেকে বিগত ৫০ বছর ধরে ওই শিখা বহ্নিমান, যা দেখতে ভিড় করেন দেশ-বিদেশের মানুষ। ৫০ বছর পর শুক্রবার অর্থাৎ আজ সেই অনির্বাণ শিখাই নিভতে চলেছে। কেন্দ্রের বক্তব্য, অমর জওয়ান জ্যোতির অগ্নিশিখাকে নেভানো হচ্ছে না। এটা শুধু ‘জাতীয় যুদ্ধ স্মারক’-এ মিশে যাচ্ছে। বিষয়টা নিয়ে অযথা অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা। তা এবার চলে যাবে ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’-এ। আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ এক অনুষ্ঠানে সেই আগুনেই মিশে যেতে চলেছে অমর জওয়ান জ্যোতির আগুন।
এর আগে ২০১৯ সালের লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্ডিয়া গেট চত্বরের ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’-এর উদ্বোধন করেছিলেন।সেখানে গ্রানাইট পাথরের গায়ে সোনালি অক্ষরে খোদাই করা রয়েছে ২৫ হাজার ৯৪২ জন শহিদের নাম। সেখানে ১৯৪৭-৪৮ সাল থেকে শুরু করে গালওয়ানে চিনের সঙ্গে সংঘর্ষে শহিদ জওয়ানদের নামও রয়েছে। জঙ্গি দমন অভিযানে শহিদ হওয়া জওয়ানদের নামও রয়েছে সৌধটিতে। ২০২০-র পর থেকেই সাধারণতন্ত্র দিবসের দিন বদল আসে রীতিতে। বর্তমানে সাধারণতন্ত্র দিবসের সকালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।সেখানেই শহিদ জওয়ানদের স্মৃতিতে প্রজ্জ্বলিত শিখা স্থানান্তর করা হবে।
এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইটারে লেখেন, ‘অত্যন্ত দুঃখের বিষয় যে বীর জওয়ানদের স্মৃতিতে প্রজ্জ্বলিত অমর জওয়া জ্যোতির অগ্নিশিখা আজ নিভিয়ে দেওয়া হবে। কিছু মানুষ দেশপ্রেম এবং আত্মবলিদানের মাহাত্ম্য বোঝেন না। কোনও সমস্যা নেই। অমর সেনার স্মৃতিতে ফের অমর জওয়ান জ্যোতি প্রজ্জ্বলিত করব আমরা।’
बहुत दुख की बात है कि हमारे वीर जवानों के लिए जो अमर ज्योति जलती थी, उसे आज बुझा दिया जाएगा।
कुछ लोग देशप्रेम व बलिदान नहीं समझ सकते- कोई बात नहीं…
हम अपने सैनिकों के लिए अमर जवान ज्योति एक बार फिर जलाएँगे!— Rahul Gandhi (@RahulGandhi) January 21, 2022
অন্যদিকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখেল টুইটারে লেখেন, ‘দীর্ঘ ৫০ বছর পর মোদি অমর জওয়ান জ্যোতি নিভিয়ে দিচ্ছেন। দেশকে রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণকারী শহিদ জওয়ানদের সম্মানে ওই অগ্নিশিখা প্রজ্জ্বলিত ছিল। কিন্তু নিজের সেন্ট্রাল ভিস্তা স্বপ্নের বাস্তবায়নে এবং নিজের উত্তরাধিকার স্থাপনে আজ ওই অগ্নিশিখা নিভিয়ে দিচ্ছেন মোদি। মোদি এতই লোভী যে শহিদ জওয়ানদের স্মৃতিকেও ছাড়ছেন না।’
The Amar Jawan Jyoti is being extinguished by Modi after nearly 50 years. The flame honors our soldiers who died defending India.
But Modi is extinguishing that for his lofty Central Vista dream & his personal “legacy”.
Modi’s greed doesn’t even spare memories of dead soldiers.
— Saket Gokhale MP (@SaketGokhale) January 21, 2022