ফের বড় ধাক্কা খেল শেয়ারবাজার, ৪২৭ পয়েন্ট নামল সেনসেক্স

0
1

?সেনসেক্স ৫৯,০৩৭.১৮ (⬇️ -০.৭২%)

?নিফটি ১৭,৬১৭.১৫ (⬇️ -০.৭৯%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে সে সুখের সময় দীর্ঘস্থায়ী হল না। ওমিক্রন আতঙ্ককে ছাপিয়ে বাড়তে থাকা শেয়ারবাজার বড় ফের ধাক্কা খেল এদিন। যার জেরে শুক্রবার বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল ৪২৭ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। ১৩৯ পয়েন্ট নেমেছে নিফটিরও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৪২৭.৪৪ পয়েন্ট বা -০.৭২ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৯,০৩৭.১৮। এনএসই নিফটি (NSE Nifty) -১৩৯.৮৫ পয়েন্ট বা -০.৭৯ শতাংশ নেমে হয়েছে ১৭,৬১৭.১৫। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।