Sachin Tendulkar: গতবারের পারিশ্রমিক পাননি, রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ থেকে সরে দাঁড়ালেন শচিন তেন্ডুলকর

0
1

রোড সেফটি ওয়ার্ল্ড( Road Safety World) সিরিজ থেকে সরে দাঁড়ালেন শচিন তেন্ডুলকর ( Sachin Tendulkar)। সূত্রের খবর, প্রথমবারের খেলার পারিশ্রমিক এখনও পুরোপুরি পাননি ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। তাই টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

এদিন এই নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র বলেছেন, “শচিন এই বছরের রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নেবেন না। প্রতিযোগিতার মূল আয়োজক রবি গায়কোয়াড়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি। গত বছরের ৩১ মার্চের মধ্যে সম্পূর্ণ বেতন দেওয়ার কথা ছিল ক্রিকেটারদের। কিন্তু অনেকেই তা পাননি।”

তবে একা শুধু শচিন একা নন, সূত্রের খবর এই টুর্নামেন্টে খেলা একাধিক প্রাক্তন ক্রিকেটার পুরো বা কিছু অংশ টাকা পাননি। এবং এক বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সে দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার যেমন খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, মেহরাব হোসেন, রাজিন সালেহ-সহ অনেকেই এখনও কোনও টাকা পাননি।

চলতি বছর রোড সেফটি ওয়ার্ল্ড প্রতিযোগিতা হওয়ার কথা মার্চের ১ থেকে ১৯ তারিখ, সংযুক্ত আরব আমিরশাহিতে।

আরও পড়ুন:টিকা না নিয়ে বিতর্কে থাকা জোকোভিচই যুক্ত করোনার ওষুধ তৈরির সংস্থার সঙ্গে