School Reopen:তৃতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তের মধ্যেই খুলছে স্কুল, জানালেন মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী

0
2

দেশজুড়ে চলছে করোনার দাপাদাপি। তার ওপর আবার ওমিক্রনের উপদ্রব। সংক্রমণে লাগাম পরাতে আংশিকভাবে বন্ধ করা হয়েছে দোকান বাজার থেকে শুরু করে শপিং মল, সিনেমা হল। পুরোপুরিভাবেই বন্ধ করা হয় শিক্ষাপ্রতিষ্ঠান। তবে আর নয়। আগামী সপ্তাহ থেকেই ফের চালু হতে চলেছে স্কুল। শুরু হয়ে যাবে সব ক্লাসই। গোটা মহারাষ্ট্রেই এই নয়া নিয়ম প্রযোজ্য হবে। একথা জানিয়েছেন, মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড়।

আরও পড়ুন:অরুণাচলের যুবককে অপহরণ লাল সেনার, প্রধানমন্ত্রীকে কটাক্ষ রাহুলের

শিক্ষামন্ত্রী কথায়, ‘‘আগামী ২৪ জানুয়ারি থেকে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস খুলে দিচ্ছি। মুখ্যমন্ত্রী আমাদের এই প্রস্তাব মেনে নিয়েছেন।’’

দেশে তৃতীয় ঢেউ আসতেই আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল, কলেজ বন্ধ করার কথা ঘোষণা করেছিল মহারাষ্ট্র সরকার। কিন্তু বর্তমানে সংক্রমণের বাড়বাড়ন্ত কমতেই ফের স্কুল খোলার জন্য উদ্যোগী রাজ্যের শিক্ষামন্ত্রী এই মর্মে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়। মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড় জানান, “আমরা এই মর্মে প্রস্তাব পাঠিয়েছিলাম মুখ্যমন্ত্রী ঠাকরের কাছে। সেখানে বলা হয়েছিল, আগামী সোমবার অর্থাৎ ২৪ জানুয়ারি থেকে স্কুল খুলতে স্থানীয় প্রশাসন প্রস্তুত। মুখ্যমন্ত্রী আমাদের প্রস্তাব গ্রহণ করেছেন। সোমবার থেকে রাজ্যে স্কুল খুলে যাচ্ছে।’’