Pv Sindhu: সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু

0
2

সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টনের ( Syed Modi International Badminton) কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু (Pv Sindhu)। বৃহস্পতিবারের ম‍্যাচে তিনি হারালেন আমেরিকার লরা লামকে। ম‍্যাচের ফলাফল  ২১-১৬, ২১-১৩। এই ম‍্যাচ জিততে সিন্ধুর সময় লাগে মাত্র ৩৩ মিনিট। কোয়ার্টার ফাইনালে সিন্ধুর মুখোমুখি হবেন থাইল্যান্ডের সুপানিদা কাটেথংয়ে।

এদিকে পুরুষ সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন এইচএস প্রণয়। ভারতের প্রিয়াংশু রাজাওয়াতকে হারান তিনি। ম‍্যাচের ফলাফল  ২১-১১, ১৬-২১, ২১-১৮।

আরও পড়ুন:Icc Test team: ২০২১ সালের আইসিসির বর্ষসেরা টেস্ট দলে জায়গা হল না বিরাট কোহলির