Icc Ranking: আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থান খোয়াল ভারতীয় দল

0
15

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ ( Icc Test Ranking) শীর্ষ স্থান খোয়াল ভারতীয় দল( India Team)। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সিরিজ হারের ফলে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিং-এ তৃতীয় স্থানে নেমে গেল ভারত। অন্য দিকে ৪-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ জয়ের ফলে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থানে উঠে এল অস্ট্রেলিয়া ( Australia)। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড( New Zealand)।

প্রোটিয়াদের বিরুদ্ধে হারের জের। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে পর্যন্ত আইসিসি টেস্ট র‍্যাঙ্কি-এ শীর্ষস্থানে ছিল ভারতীয় দল। কিন্তু প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ হারের পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ এক ধাক্কায় তৃতীয় স্থানে নেমে এল ভারত। ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র‍্যাঙ্কিং-এ তৃতীয় স্থানে টিম ইন্ডিয়া। অপরদিকে ইংল‍্যান্ডের বিরুদ্ধে  দুরন্ত জয় পেয়ে একলাফে শীর্ষে উঠে এল অস্ট্রেলিয়া। তাঁদের পয়েন্ট সংখ‍্যা ১১৯। দ্বিতীয় স্থানে রয়েছে টেস্ট ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। তাঁদের সংগ্রহ ১১৭ রেটিং পয়েন্ট। সদ্যই ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়েছে কিউয়িরা। চতুর্থ স্থানে রয়েছে ইংল‍্যান্ড। ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান। তাদের পয়েন্ট ৯৩। তালিকায় পরের দেশগুলি হল যথাক্রমে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবোয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

আরও পড়ুন:India Team: ইরানের বিরুদ্ধে খেলতে নামার আগে বড় ধাক্কা ভারতীয় মহিলা দলে