টানা দশদিন কেটে গেলেও উদ্বেগ এখনও কাটেনি। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতেই রয়েছেন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি। পুরোপুরি সুস্থ হলেই তাঁকে বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুন:NARENDRA MODI: ‘ভারতের বৈশ্বিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে’, সতর্কবার্তা মোদির

হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন লতা মঙ্গেশকর। আগের তুলনায় অনেকটাই সেরে উঠেছেন তিনি। তবে করোনার বেশ কিছু মৃদু উপসর্গ রয়েছে তাঁর। পাশাপাশি নিউমোনিয়ারও চিকিৎসা চলছে। মঙ্গলবার থেকে তিনি লিকুইড খাবারের পাশাপাশি ভাত-রুটিও খাচ্ছেন। অক্সিজেন সাপোর্টও লাগছে না তাঁর। তবে তাঁর বার্ধক্যজনিত কারণেই তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।


বর্ষীয়ান শিল্পীর চিকিৎসক প্রতিত সমদনি সংবাদসংস্থাকে জানান, “লতাজি এখনও আইসিইউ-তেই আছেন। ওঁকে সুস্থ করে তোলার জন্য আমরা সব রকমের চেষ্টা করছি আমরা। আপনারা ওঁর দ্রুত আরোগ্য কামনা করুন।”
 
 
 
 
 
 
 
 
 
 
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        




























































































































