Covid Update: ভয় ধরাচ্ছে করোনা! একলাফে দেশের দৈনিক সংক্রমণ ৩ লক্ষের গণ্ডি ছাড়ালো

0
3

গত ৮ মাসের রেকর্ড ভেঙে একলাফে অনেকটাই বাড়ল দেশের করোনা সংক্রমণ। তৃতীয় ঢেউয়ে এই প্রথম দেশে করোনার দৈনিক সংক্রমণ রেকর্ড হারে বাড়ল। পাশাপাশি লাফিয়ে বাড়ছে মৃত্যুও।

আরও পড়ুন:অস্তিত্ব রক্ষার লড়াই, সিপিএমের রেড ভলেন্টিয়ারের অনুকরণে পথে বিজেপির বিবেক বাহিনী

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন তিন লক্ষ ১৭ হাজার ৫৩২ জন। আগের দিন যা ছিল দু’লক্ষ ৮২ হাজার ৯৭০।  বুধবার দৈনিক সংক্রমণের হার ছিল ১৫.১৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ১৬.৪১ শতাংশ। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৯১ জনের মৃত্যু হয়েছে। বুধবার মৃত্যু হয়েছিল ৪৪১ জনের। আক্রান্তের সংখ্যা বাড়ার ফলে কিছুটা কমেছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ২৩ হাজার ৯৯০ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৫৮ লক্ষ ৭ হাজার ২৯-এ।

এদিকে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৮৭-এ। দেশের মধ্যে মহারাষ্ট্রেই ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টাতেই সে রাজ্যে ২১৪ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে, এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৮৬০-এ পৌঁছেছে।