নির্বাচনে ব্যালট পেপারের পরিবর্তে কেন ইভিএম, আদালতে আইনজীবী

0
1

নির্বাচনে ব্যালট পেপারের পরিবর্তে ইভিএম ব্যবহারকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়। আইনজীবী এমএল শর্মার পক্ষে এই আবেদনটি দায়ের করা হয়েছিল।

আরও পড়ুন- Mohammedan Sporting: করোনার ভীতি কাটিয়ে ফের অনুশীলনে নামতে চলেছে সাদা-কালো ব্রিগেড

বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ অ্যাডভোকেট এম এল শর্মার বক্তব্য শুনেছেন। এম এল শর্মা বলেছেন , জন প্রতিনিধিত্ব আইনের ধারা ৬১এ , যা ইভিএম ব্যবহারের অনুমতি দেয়, সংসদে পাস হয়নি এবং তা প্রয়োগ করা যাবে না। কার্যত, ৬১এ ধারার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।