পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় এলাকায় অস্ত্র কারখানার হদিশ মিলেছে ও মাটির নীচ থেকে উদ্ধার হয়েছে শতাধিক বন্দুক ও হাজারের বেশি কার্তুজ। এককালে মাওবাদী অধ্যুষিত অঞ্চল হিসেবে পরিচিত এই এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্র মারফৎ জানা যাচ্ছে বড়ডাঙা এলাকায় পঞ্চায়েতের রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে সম্প্রতি। জেসিবি দিয়ে মাটি কাটার সময়ই মাটির তলা থেকে উদ্ধার হয় সেই বিপুল পরিমাণের অস্ত্র সম্ভার।
আরও পড়ুন:কলকাতায় বসেই বিদেশি নাগরিকদের প্রতারণা! পর্দা ফাঁস প্রতারণা চক্রের
পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তাঁদের প্রাথমিক তদন্তে অনুমান করা যাচ্ছে উদ্ধার হওয়া বন্দুকগুলি ১৫ থেকে ২০ বছরের পুরনো।