সমাজবাদী পার্টির ঘরে ভাঙন ধরিয়ে BJP-তেই যোগ দিলেন মুলায়মের পুত্রবধূ অপর্ণা যাদব। বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও বিজেপির রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং-এর উপস্থিতিতে এ দিন বিজেপিতে যোগ দেন অপর্ণা যাদব। উপস্থিত ছিলেন যোগী আদিত্যনাথও। গেরুয়া শিবিরে যোগদানের পর যাদব পরিবারের ছোট ছেলে প্রতীকের স্ত্রী বলেন, ‘বরাবরই ভারতীয় জনতা পার্টির কাজ ও প্রকল্পে মুগ্ধ ছিলাম৷ আমার প্রধান লক্ষ্য দেশের জন্য কাজ করা৷ নিজের ক্ষমতা অনুযায়ী সেই কাজ করে যাব৷ ’
আরও পড়ুন:লন্ডভন্ড বিজেপি : কোন জুটিকে কাঠগড়ায় তুলছেন সুকান্ত মজুমদার?
গুঞ্জন উঠেছে, লখনউ ক্যাটনমেন্ট আসন থেকে তাঁকে টিকিট দিতে পারে BJP।
উল্লেখ্য, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে লখনউ ক্যান্টনমেন্ট (Lucknow Cant.) আসন থেকে সপার টিকিটে ভোটযুদ্ধে লড়েছিলেন তিনি। কিন্তু, ৩৩ হাজার ৭৯৬ ভোটে BJP র রিতা বহুগুণা যোশীর কাছে হেরে যান অপর্ণা। জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি পাওয়ার পরেই গেরুয়া শিবিরে যোগ দেওয়ার কথা ভেবেছেন তিনি।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.