ফের বাংলাদেশি ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় (parambrata chatterjee)। তবে এবারের লুক সম্পূর্ন ভিন্ন । বড় চুল, চোখে সানগ্লাস, আদব কায়দায় তিনি রকস্টার। ওপার বাংলার ছবি ‘আজব কারখানা’য় এভাবেই তিনি হাজির। গান বাজনা নিয়ে ছবি ‘ট্যাংরা ব্লুজ’ টলিউডেও করেছেন পরমব্রত। কিন্তু এই ছবি একেবারেই আলাদা হতে চলেছে বলে দাবি করেছেন পরমব্রত।
সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ছবিতে তাঁর চরিত্রটি একজন রকস্টারের। একটি টেলিভিশন শোয়ের সঞ্চালনার দৌলতে লোক গানের পাশাপাশি রক গান ছাড়াও সঙ্গীতের অন্যান্য ধারার সঙ্গে পরিচিত হবেন। ছবিটি পরিচালনা করেছেন শবনম ফিরদৌসি।
অভিনয় তার পেশা হলেও, দেশ এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও তিনি যথেষ্ট ওয়াকিবহাল। শুধুই সোশ্যাল মিডিয়ায় মন্তব্যে সীমাবদ্ধ থাকতে চাননি তিনি। পুরসভা ভোটের আগে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করতে দেখা গিয়েছিল তাঁকে।কিন্তু বরাবর পরমব্রত দাবি করে এসেছেন, তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না আর থাকবেনও না।
আরও পড়ুন- Weather Forecast:মাঘের শুরুতেই কনকনে ঠান্ডায় কাঁপছে রাজ্যবাসী, সপ্তাহান্তেই ফের বৃষ্টির পূর্বাভাস
তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, আমি অতি দক্ষিণপন্থী রাজনীতির সমালোচক। সে জায়গা থেকে, বর্তমানে দেশে যে দলকে আমার বিজেপি, আরএসএস-এর বিরুদ্ধে সব থেকে বড় বিরোধী শক্তি বলে মনে হবে আমি তাদের দিকে একটু ঝুঁকেই থাকব। সেটা যে কোনও দল হতে পারে।









































































































































