Candidate List: গোয়া বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের

0
1

১৪ ফেব্রুয়ারি গোয়ার বিধানসভার নির্বাচন। মঙ্গলবার, সেই নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। এই মুহূর্তে গোয়ায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতিতে এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতে এদিন গোয়ার প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করল দল।

গোয়ায় সরকার গড়বে তৃণমূল- এই আত্মবিশ্বাস নিয়েই গোয়ায় প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করেছে দল। এই পর্যায়ে ১১ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় উল্লেখযোগ্য নাম লুইজিনহ ফ্যালেরিও। যিনি একাধারে দলের সর্বভারতীয় সহ সভাপতি ও সাংসদ। প্রার্থী তালিকায় রয়েছেন আলেমাও চার্চিল। তিনি বেনালিউম কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। তাঁর কন্যা ভালাঙ্কা আলেমাও প্রার্থী হয়েছেন নভেলিম কেন্দ্র থেকে। বুধবার, থেকেই নিজেদের কেন্দ্রে প্রচারে নামতে পারেন তৃণমূল প্রার্থীরা।

আরও পড়ুন- আধার কার্ড নিয়ে বড়ো ঘোষনা UIDAI এর