Punjab: ভগবন্ত মানকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করছে আপ

0
1

প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও ভোট। এমনটাই জানিয়েছিল আম আদমি পার্টি (Aam Admi Party)। সেইমতো পঞ্জাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীদের নামের তালিকা দিয়েছিল অরবিন্দ কেজরিওয়াল শিবির। আর এসএমএস-এর মাধ্যমে সেই নাম চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার, আম আদমি পার্টি জানিয়েছে, পঞ্জাবে (Punjab) তাদের মুখ্যমন্ত্রীপদপ্রার্থী ভগবন্ত মান (Bhagabant Maan)। সেই সঙ্গে পঞ্জাবে প্রার্থী তালিকা প্রকাশ করেছে আপ।

পঞ্জাব বিধানসভা নির্বাচনে এবার কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ হিসেবে আম আদমি পার্টিকে ধরা হচ্ছে। অরবিন্দ কেজরিওয়াল (Arbind Kejriwal) বলেছিলেন, এই প্রথম কোনও দল জনতাকেই মুখ্যমন্ত্রী মুখ বাছাইয়ের দায়িত্ব দিয়েছে। এই উদ্যোগের নাম ‘জনতা চুনেগি আপনা সিএম’। ১৭ জানুয়ারি পর্যন্ত সেই ফোন লাইন খোলা ছিল। দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৯৭ শতাংশ মানুষ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে ভগবন্ত মানকে বেছেছেন। কেজরিওয়ালের আশা, যে ভাবে মানুষ মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে বাছলেন, তাতে পঞ্জাবের নির্বাচনে আপের জয় সময়ের অপেক্ষা।

আরও পড়ুন:না ফেরার দেশে কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর