দ্বীপরাজ্যে রাজ্য কমিটি ঘোষণা করল তৃণমূল। ঘোষণা করা হয়েছে যুব ও মহিলা কমিটিও। গোয়ার দাপুটে তৃণমূল (Tmc) নেতা কিরণ কান্ডোলকারকে গোয়ায় দলের সভাপতি করা হয়েছে। এরপরই টুইট করে কিরণ-সহ সব কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) তিনি লেখেন,
“@AITC4Goa রাজ্য কমিটির সভাপতি নিযুক্ত হওয়ার জন্য আমি @KandolkarKiran কে অভিনন্দন জানাই। এছাড়াও যুব ও মহিলা কমিটির সকল নিযুক্ত সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
আসুন আমরা গোয়ানদের জন্য কাজ করি এবং গোয়াতে একটি নতুন ভোরের সূচনা করি।”
I congratulate @KandolkarKiran for being appointed as the @AITC4Goa State Committee President. I also congratulate and extend my best wishes to all appointed members of the Youth Committee and Mahila Committee.
Let us diligently work for all Goans & usher in a New Dawn in Goa.
— Abhishek Banerjee (@abhishekaitc) January 18, 2022
অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে গোয়ায় রয়েছেন। তাঁর উপস্থিতিতে এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সম্মতিতে তিনটি পৃথক কমিটি চূড়ান্ত করা হয়েছে। এদিন, সন্ধেয় তৃণমূলের তরফে ৬৯ জনের রাজ্য কমিটি, ১১ জনের যুব কমিটির এবং ১৩ জনের মহিলা কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। সহ সভাপতি হয়েছেন ৯ জন। ১২ জন সাধারণ সম্পাদক। এছাড়াও ২৯ জন সম্পাদক রয়েছেন রাজ্য কমিটিতে। গোয়ায় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি করা হয়েছে জয়েশ শেঠগাওনকারকে। মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছেন আভিতা বান্দোতকার।
আরও পড়ুন- রেকর্ড করল ডায়মন্ড হারবার, করোনার পজিটিভিটি রেট কমে ১.০৯ শতাংশ !