অবশেষে অনুশীলনে নামল এসসি ইস্টবেঙ্গল ( Sc EastBengal)। করোনার ( Corona) আবহের মধ্যে সবরকম সর্তকতা অবলম্বন করে নতুন কোচ মারিও রিভেরার অধীনে সোমবার অনুশীলনে নামে লাল-হলুদ ব্রিগেড।
আগামী ১৯ জানুয়ারি পরবর্তী ম্যাচে নামতে চলেছে এসসি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ এফসি গোয়া। এদিকে এফসি গোয়া রবিবার থেকেই অনুশীলন শুরু করেছে। এখনও অবধি এই ম্যাচ জারি রয়েছে, এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর, দুই দলের কয়েকজন ফুটবলার করোনায় আক্রান্ত । জানা গিয়েছে এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছেন তারা।
এদিন লাল-হলুদে যোগ দিয়ে মারিও বলেন,” আমাদের এটি এখন কঠিন সময়। কিন্তু আমরা তৈরি লড়াই করার জন্য। একটি একটি ম্যাচ নিয়ে ভাবব। আমাদের পাশে থাকুন।”
𝐁𝐀𝐂𝐊 𝐓𝐎 𝐖𝐇𝐄𝐑𝐄 𝐖𝐄 𝐁𝐄𝐋𝐎𝐍𝐆
The boys sweated it out on the training park under the watchful eyes of Mario Rivera as we turn our attention to FC Goa on Wednesday.
#FCGSCEB #JoyEastBengal #WeAreSCEB #HeroISL pic.twitter.com/xTZd04RYNi
— East Bengal FC (@eastbengal_fc) January 17, 2022
এদিকে লাল-হলুদের অনুশীলনে যোগ দিলেন শুভ ঘোষ। মরশুমের প্রথম দিকে লাল-হলুদের প্রাক্তন কোচ মানোলো দিয়াজের পছন্দ না হওয়ায় বাড়ি পাঠিয়ে দেওয়া হয় তাকে। কিন্তু লাল-হলুদের বর্তমান পরিস্থিতি এবং নতুন কোচ আসতেই আবারও লাল-হলুদের জার্সি গায়ে অনুশীলনে নামলেন বাঙালি এই ফুটবলার।
আরও পড়ুন:Novak Djokovic: করোনার টিকা না নিলে ফরাসি ওপেনেও অনিশ্চিত জোকার