জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন ( Australian Open) শুরু করল রাফায়েল নাদাল (Rafael Nadal)। সোমবার প্রথম রাউন্ডে তিনি উড়িয়ে দিলেন আমেরিকার মার্কোস জিরোনকে। ম্যাচের ফলাফল ৬-১, ৬-৪, ৬-২।

ম্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখান নাদাল। আমেরিকার মার্কোস জিরোনকে দাঁড়াতেই দেননি স্প্যানিশ টেনিস তারকা। রড লেভার এরিনায় জিরোনকে পাঁচ বার ব্রেক করেছেন নাদাল। পাশাপাশি মেরেছেন ৩৪টি উইনার।

ম্যাচ শেষে এদিন সাংবাদিক সম্মেলনে নাদাল বলেন,” চোট পাওয়ার পর ফিরে আসা কখনওই সহজ নয়। প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে আমাদের। তবে আমি ইতিবাচক। এখানে আসার আগে তিনটি ম্যাচ জিতেছি গত সপ্তাহে। গত কয়েকটা মাস খুবই কঠিন গিয়েছে। তারপরেও যে ভাবে গোড়ালির চোট সামলে খেলেছি তাতে আমি খুশি। এই পারফরম্যান্সই ধরে রাখতে চাই আমি।”
আরও পড়ুন:Pat Cummins: অ্যাশেজ জয়ের পরই নেতা কামিন্স মন জিতলেন নেটিজেনদের, রইল ভিডিও










































































































































