গত শনিবারই টেস্ট ক্রিকেটের( TEST Cricket) থেকে অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি ( Virat Kohli)। তারপর থেকেই একেরপর এক প্রতিক্রিয়া আসতে শুরু করে ক্রিকেট মহল থেকে। এবার বিরাট প্রসঙ্গে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। ভারতের প্রাক্তন অধিনায়কের মতে টি-২০ অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই চাপে ছিলেন বিরাট। সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিন এক সাক্ষাৎকারে কপিল দেব বলেন,” কোহলির টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। টি-২০র অধিনায়কত্ব ছাড়ার পর থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল বিরাট। সম্প্রতি দেখে মনে হচ্ছিল ও খুব চাপে রয়েছে। যার ফলে ব্যাটিংয়ের উপরেও তার প্রভাব পড়ছিল। তাই বাধ্য হয়ে চিন্তামুক্ত ভাবে খেলার জন্য অধিনায়কত্ব ছাড়তেই হত। আর সেটাই করেছে কোহলি।”

এরপাশাপাশি কপিল দেব আরও বলেন,” কোহলি যথেষ্ট পরিণত। অনেক চিন্তা ভাবনা করেই ও এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। হতে পারে অধিনায়কত্ব করতে আর ওর ভাল লাগছিল না। ওর সিদ্ধান্তকে আমাদের সম্মান জানানো উচিত। আগামী দিনে ওর ভালো ব্যাটিং দেখার অপেক্ষায় রইলাম।”
আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস











































































































































