লটারি জিতেছেন অনুব্রত মণ্ডল! এই খবরে সোমবার তোলপাড় হয় বীরভূম। ডিয়ার লটারির ওয়েব সাইটে দেখা যায় ডিসেম্বর মাসের তাদের লটারিতে এক কোটি টাকা পেয়েছেন বোলপুরের অনুব্রত মণ্ডল। তাঁর ছবি দিয়েই সেই খবর প্রকাশিত হয়েছে। তাতে দাবি করা হয়েছে, ৭ ডিসেম্বর ২০২১, রাত ৮টার খেলায় 89H 54045, এই নম্বরের টিকিটে প্রথম পুরস্কার, এক কোটি টাকা পেয়েছেন বোলপুরের অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। যার টিকিট মূল্য ছিল ছ টাকা। কিন্তু লটারি টিকিট (Lottery Ticket) করার অভ্যাস নেই অনুব্রত মণ্ডলের। তাহলে এটা কীকরে হল? নিজেই বিষয়টি খোলসা করেছেন অনুব্রত। জানিয়েছেন, তিনি নন, তাঁর কিছু ঘনিষ্ঠ কয়েকজন একসঙ্গে বেশকিছু টিকিট কেটেছিলেন। তার মধ্যে একটা টিকিট তাঁরা কাটেন অনুব্রত মণ্ডলের নামে। আর অবাক করে সেই টিকিটটিই পায় ১ কোটি টাকার প্রথম পুরস্কার। কিন্তু এই টাকা রাখতে চাননি অনুব্রত। সঙ্গে সঙ্গেই তিনি যোগাযোগ করেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সঙ্গে। তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দান করতে চান। তবে, মুখ্যমন্ত্রী বলেন, কেউ পুরস্কার হিসেবে কোনও টাকা যদি জেতেন তা নিয়ে তার কোনও তাঁর কোনও মতামত দেওয়ার নেই। সেটা তিনি তাঁর ইচ্ছামতোই খরচ করতে পারেন। এ বিষয়ে তিনি বা দল কেউ তাঁকে কোনও নির্দেশ দেবে না।




































































































































