শনিবারই টেস্ট দলের ( Test Team) অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। টি-২০ ফর্মাটের পর টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান তিনি। বিরাটের এই সিদ্ধান্তের পরই শুভেচ্ছা জানিয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। এমনকি মধ্যরাতে টুইট করে কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও। কিন্তু বিরাট নেতৃত্ব থেকে সরে যাওয়ার পরই সবার কৌতূহল ছিল রোহিত শর্মা কী প্রতিক্রিয়া দেন। কোহলির টেস্ট অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার ১৬ ঘন্টা পর অবশেষে প্রতিক্রিয়া দিলেন রোহিত। টুইটারে স্বল্প প্রতিক্রিয়ায় রোহিত লেখেন, বিস্মিত।
এদিন রোহিত শর্মা টুইটারে লেখেন,” বিস্মিত!! ভারত অধিনায়ক হিসেবে সাফল্যের জন্য অভিনন্দন।”
টি-২০ এবং এক দিনের ক্রিকেটের নেতৃত্বে ভার তুলে দেওয়া হয় রোহিতের হাতে। আর সব ঠিক থাকলে টেস্টে দলের অধিনায়কের ব্যাটনও তুলে দেওয়ার কথা রহিতেরই হাতে। স্বাভাবিক ভাবেই সেই দিকে সবার কৌতূহল ছিল, কী প্রতিক্রিয়া দেন হবু অধিনায়ক?
আরও পড়ুন:Sourav Ganguly: টেস্ট নেতৃত্ব থেকে সরে যাওয়া কোহলিকে শুভেচ্ছা বিসিসিআই প্রেসিডেন্টের