নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল কেমিক্যাল ভর্তি লরি। চারঘণ্টা গাড়ির চালক গাড়ির ভেতরে আটকে থাকার পর তাঁদের দু’জনেরই মৃত্যু হয়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
আরও পড়ুন:রবিবাসরীয় সকালে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দত্তপুকুর লোকাল
রবিবার সকালে কলকাতা থেকে কেমিক্যাল ভর্তি একটি ট্রাক বনগাঁর পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশ যাচ্ছিল। আচমকাই যশোর রোডের ধারে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় লরিটি। স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধারকাজে হাত লাগান৷খবর পেতেই ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ। কিন্তু ট্রাক চালক ও খালাসিকে বের করতে সমস্যায় পড়েন তাঁরা৷ এরপর প্রায় চারঘণ্টার চেষ্টায় জেসিবি দিয়ে নয়ানজুলি থেকে তোলা হয় লরিটিকে৷পাশাপাশি খালাসি ও চালককেও মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এদিকে দীর্ঘক্ষণ উদ্ধারকাজ চলার কারণে যশোর রোডে কিছুক্ষণ যানজট তৈরি হয়।
পুলিশ সূত্রের খবর, মৃত গাড়ি চালকের নাম বুদ্ধদেব সেন ও খালাসির নাম অমিত সরকার৷তাঁদের দুজনেরই বাড়ি বনগাঁ এলাকায়।। কী ভাবে লরিটি নয়ানজুলিতে উল্টে গেল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.