‘সেক্স টয়’ কিনতে গিয়ে প্রতারণার ফাঁদে পা দিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক।বিদেশ থেকে ওই ‘সেক্স টয়’ কিনতে দফায় দফায় মোট ৩৭ লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ জানান তিনি। তাঁর অভিযোগের সূত্র ধরেই শনিবার একটি ডান্স বারের মালিককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ থানার অন্তর্গত বেলাকপবা এলাকায়।
আরও পড়ুন:Gangasagar: মুখ্যমন্ত্রীর উন্নয়নে ভিনরাজ্যের পুণ্যার্থীদের কাছে ‘সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার’ বেশি জনপ্রিয়
পুলিশ সূত্রে খবর, ২০২০ সালে শিলিগুড়ির হংকং মার্কেটের একটি দোকানে একটি সেক্স টয় কিনতে গিয়েছিলেন তিনি। দোকানদার তাঁকে জানান, পুতুলটি বিদেশ থেকে আনাতে হবে। আর সেই জন্য তাঁকে অগ্রিম এক লক্ষ টাকাও দিতে হবে। তিনি রাজিও হয়ে যান। এরপরই প্রতারণার শিকার হন শিক্ষক। তাঁকে জানানো হয়, ‘সেক্স টয়’টি তাঁর বাড়িতে পৌঁছে দিতে যাওয়ার সময় ডেলিভারি বয়কে ধরে ফেলেছে পুলিশ। আর জেরার মুখে পুলিশের কাছে ডেলিভারি বয় শিক্ষকের নাম বলে ফেলেছেন। এই ভাবেই দফায় দফায় টাকা নেওয়ার ফাঁদ পাতে ওই প্রতারক।
অবসরপ্রাপ্ত শিক্ষকের অভিযোগ, তাঁর কাছ থেকে মোট ৩৭ লক্ষ টাকা আদায় করা হয়েছে। এমনকি এই টাকা দিতে গিয়ে জমিও বিক্রি করতে হয়েছে। কিন্তু তারপরও পাননি কিছুই। এরপরই বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি। শুরু হয় তদন্ত।
পুলিশ সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে ডান্স বারের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু শিক্ষকের অভিযোগ খারিজ করেছে অভিযুক্ত। উল্টে তিনি বলেছেন, এ প্রসঙ্গে উনি কিছুই জানেন না।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.