India Team: জয় দিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের অভিযান শুরু ভারতের

0
2

জয় দিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে( U19 World cup) অভিযান শুরু করল টিম ইন্ডিয়া( India)। শনিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তারা ৪৫ রানে হারাল দক্ষিণ আফ্রিকাকে( South Africa)। ম‍্যাচে দুরন্ত ব‍্যাটিং অধিনায়ক যশ ধূলের। ভারতের হয়ে ৫ উইকেট নিয়ে ম‍্যাচের সেরা ভিকি ওতসওয়াল।

ম‍্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। প্রথমে ব‍্যাট করে নেমে ১০ উইকেট হারিয়ে ২৩২ রান করে ভারতীয় দল। দুরন্ত ব‍্যাটিং যশ ধূলের। ৮২ রান করেন তিনি। ৩৫ রান করেন কুশল তাম্বে। ৩১ রান করেন শেখ রশিদ।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৮৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রোটিয়াদের হয়ে লড়াই চালান ব্রেউইস। ৬৫ রান করেন তিনি। ভালিন্টাইন কিটিমে করেন ২৫ রান। ভারতের হয়ে ৫ উইকেট নেন ওতসওয়াল, ৪ উইকেট নেন রাজ বাওয়া। একটি উইকেট নেন রাজবর্ধণ।

আগামী ১৯ জানুয়ারি ত্রিনিদাদে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত।

আরও পড়ুন:Sc EastBengal: লাল-হলুদের গোলরক্ষকের কোচের পদ থেকে ইস্তফা লেস ক্লিভলির, অরিন্দমদের নতুন কোচ মিহির সাওয়ান্ত