কথিত আছে ‘সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার’। কিন্তু এই কথাকে নিজের উন্নয়নশীল কাজের মাধ্যমে যিনি পাল্টে দিয়েছেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতির মধ্যেও পৌষসংক্রান্তির পুণ্যতিথিতে তাঁর গঙ্গাসাগর মেলার অতিথি আপ্যায়নে অভিভূত ভিনরাজ্য থেকে আসা পুণ্যার্থীরা। তাঁদের কাছে এখন ‘সব তীর্থ একবার গঙ্গাসাগর বার বার’ বেশি পছন্দের। এত সুন্দর ব্যবস্থাপনা পেয়ে ভিনরাজ্যের অতিথিরা সত্যিই আপ্লুত।বাংলার ব্যবস্থাপনা এবং আতিথেয়তার জন্য ফের আসতে চান গঙ্গাসাগরে। কলকাতার বাবুঘাটে চলা একটি মেলায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন দমদম পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিং।

আরও পড়ুন:ফের খড়গপুর আইআইটিতে করোনা হানা, আক্রান্ত ২০ জন

এদিন বাবুঘাটে রাষ্ট্রীয় বিহারী সমাজ ও সভাপতি মুন্না সিং আয়োজিত একটি মেলায় দমদম পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিং আরও বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন তীর্থযাত্রীদের জন্য তীর্থকর মুকুব করেছেন।তীর্থযাত্রীদের জন্য ৫লক্ষ টাকার বীমা করে দিয়েছেন| যিনি রাজ্যে অতিথিদের জন্য এতকিছু ভাবেন তিনি রাজ্যের মানুষদের জন্য সর্বদা কিভাবে পাশে থাকা যায় তার জন্য সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


এদিনের মেলায় উপস্থিত ছিলেন দমদম পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিং, দমদম পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য রবীন কুমার দেয়ারি, দমদম পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য প্রসেনজিৎ দাস,পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সহসভাপতি পলাশ সাধুখাঁ, শিক্ষক প্রদীপ প্রজাপতি, অভিজিত ওঝা, সর্নাভ দাস সহ বিহারী সমাজের বিশিষ্ঠ ব্যাক্তিগণ|


Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































