একদিকে করোনা অন্যদিকে লকডাউন । সঙ্কটজনক পরিস্থিতিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে।এই পরিস্থিতিতে গোবিন্দচন্দ্র বিশ্বাস সেবা কেন্দ্র রবিবার নদিয়া জেলার রানাঘাট স্টেশনে কিছু আর্ত মানুষদের শীত বস্ত্র বিতরণ করে। এর পাশাপাশি কিছু খাবার, কেক, শীতকালীন ফল কমলালেবু, লজেন্স ইত্যাদি বিতরণ করা হয়। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মাস্কও দেওয়া হয় এদিন।
আরও পড়ুন- নিজেদের হাতে খোঁড়া গর্তে এখন ধুপধাপ পদস্খলনের আওয়াজ: জাগোবাংলার সম্পাদকীয়তে বিজেপির অন্তঃকলহ
সংক্রমণের গুরুত্ব বুঝে করোনা বিধিকে মান্যতা দেওয়ার কথাও বলা হয়েছে।
কঠিন পরিস্থিতিতে এভাবে সাহায্য পেয়ে খুশি সবাই।































































































































