১) টি-২০ ক্রিকেটের পর এবার ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি। শনিবার টুইট করে নিজেই জানালেন সেকথা। টুইটারে কোহলি ধন্যবাদ জানিয়েছেন রবি শাস্ত্রী, মহেন্দ্র সিং ধোনিকে।

২) করোনার কারণে বাতিল হয়ে গেল শনিবারের এটিকে মোহনবাগান-বেঙ্গালুরু এফসির ম্যাচ। শনিবার এমনটা জানান হল আইএসএলের পক্ষ থেকে। ওড়িশা এফসির পর বেঙ্গালুরু এফসি। এই ম্যাচেও মাঠে নামা হল না এটিকে মোহনবাগানের।

৩) ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে বড় অঘটন। সেমিফাইনালে হেরে ছিটকে গেলেন পিভি সিন্ধু। প্রথম গেমে হেরে যাওয়ার পর দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ালেও, তৃতীয় গেমে কার্যত আত্মসমর্পণ করেন সিন্ধু।

৪) এসসি ইস্টবেঙ্গলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন অরিন্দম ভট্টাচার্য। শনিবার টুইট করে নিজেই জানালেন সেকথা। তিনি লেখেন,”এই মুহূর্তে আমার চারপাশে যা পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য এসসি ইস্টবেঙ্গলের অধিনায়কের পদ থেকে ইস্তফা দিচ্ছি।”

৫) এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু এফসির পর এবার করোনার কবলে এসসি ইস্টবেঙ্গল। সুত্রের খবর করোনায় আক্রান্ত হয়েছেন লাল-হলুদের একজন ফুটবলার ও একজন সাপোর্ট স্টাফ।
আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ









































































































































