অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যক্তিগত’ বক্তব্যের প্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রসঙ্গ তুলে ফের বিতর্ক উস্কে দিতে চাইলেন বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য। টুইটে তিনি কল্যাণের একটি বক্তব্যের ভিডিও পোস্ট করে খোঁচা দেন।
মালব্য যতই খোঁচা দিন না কেন, তাকে পাল্টা ধুয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।তিনি পাল্টা টুইটে বলেন, বিদ্রোহী বিজেপি নেতাদের প্রেস কনফারেন্স এবং তথাগত রায়ের ‘কামিনী কাঞ্চন’ তত্ত্বের ব্যাখ্যা দিয়ে মালব্যের টুইট করা উচিত। তা না করে শুধু নিজের দলের কেলেঙ্কারিকে ধামাচাপা দিতে অন্যত্র চোখ ঘোরাতেই তিনি অর্থহীন পোস্ট করেছেন। তৃণমূল পরিবারকে একটি সুখী পরিবার বলেও আখ্যা দেন কুণাল ঘোষ।
Tweet Malvya should explain the press conference of rebel BJP leaders and ‘KAMINI KANCHAN’ theory of Tathagata Roy. Instead of that he is making bogus posts only to divert the exposed scam of his own party.@AITCofficial is a very happy family with all vibrations of normal life. https://t.co/CMeSJCB1cw
— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 16, 2022
শনিবার সন্ধ্যায় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, দলের বাইরে কোনও মন্তব্য চলবে না। কিছু বলার থাকলে দলের অন্দরে বলুন। এরপরেই রবিবার ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিজেপি। যদিও তাকে আমল দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব।