টি-২০ ক্রিকেটের (T-20 Cricket) পর শনিবার ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ( Indian Test Captain) থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি ( Virat Kohli)। শনিবার সন্ধ্যায় টুইট করে নিজেই জানান সেকথা। আর বিরাটের এই সিদ্ধান্ত পরই কোহলিকে শুভেচ্ছা জানায় ক্রিকেট বিশ্ব। বাদ গেলেন না বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও। মধ্যরাতে টুইট করে কোহলিকে শুভেচ্ছা জানালেন মহারাজ।

সৌরভ টুইট করে লেখেন,”বিরাটের নেতৃত্বে ভারত সব ধরনের ক্রিকেটেই দ্রুত উন্নতি করেছে। এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। বোর্ড এই সিদ্ধান্তকে সম্মান করে। ভবিষ্যতে এই দলটাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার ব্যাপারে ও গুরুত্বপূর্ণ সদস্য হবে। দারুণ এক ক্রিকেটার। ওয়েল ডান।”

২০২১ টি-২০ বিশ্বকাপের পরই টি-২০ অধিনায়কত্ব থেকে আচমকাই সরে দাঁড়ান বিরাট। ছোট ফর্মাটের ক্রিকেটে নতুন অধিনায়ক হন রোহিত শর্মা। এরপরই একদিনের ক্রিকেটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বিরাট কোহলিকে। নতুন অধিনায়ক হন রোহিত। এরপরই সামনে আসে বিরাট বনাম বিসিসিআই তরজা। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কোহলির তরজা দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে হয়ে উঠেছিল অন্যতম চর্চার বিষয়।
আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস











































































































































