অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে দায়িত্ব নিলেন অলিম্পিক্সে রৌপ্য পদক জয়ী মিরাবাঈ চানু

0
1

মণিপুর পুলিশে (Manipur Police) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রীড়া) হিসাবে দায়িত্ব নিলেন অলিম্পিক রৌপ্য পদক জয়ী সাইখোম মিরাবাঈ চানু (Saikhom Mirabai Chanu)। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের (CM N Biren Singh) সরকারি বাসভবনে তাঁর উপস্থিতিতে মণিপুর পুলিশ বিভাগে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রীড়া) হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

এদিন মণিপুরের মুখ্যমন্ত্রী ট্যুইট করে বলেন, “আমাদের দেশের গর্ব অলিম্পিয়ান রৌপ্যপদক জয়ী মীরাবাঈ চানু মণিপুর পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রীড়া) হিসেবে দায়িত্ব নিয়েছেন।”

আরও পড়ুন-নেতাজির জন্মদিন থেকে এবার শুরু প্রজাতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠান

টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics ) ভারতকে রৌপ্য পদক এনে দিয়েছিলেন মীরামাঈ (Mirabai Chanu)। মহিলাদের ৪৯ কেজি ভারোত্তলন বিভাগে রুপোর পদক জিতেছিলেন চানু।