ডায়মন্ডহারবার বিতর্ক মিটে যাওয়ার পরে নতুন বিতর্কের সুত্রপাত করলেন মদন মিত্র। সরাসরি দলের বেশ কিছু মুখপাত্রদের আক্রমণ করলেন। বললেন এরা কারা!
আরও পড়ুন:Weather Forecast:তাপমাত্রার রেকর্ড পতন, আজও রাজ্যের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস
মদন কী বলেছেন? শুক্রবার বনগাঁর একটি অনুষ্ঠানে গিয়ে মদন বলেছেন, এই মুহূর্তে দলের মুখপাত্র কারা? কুণাল ঘোষ, ডেরেক ও ব্রায়েন, উদয়ন গুহ, সিদ্দিকুল্লাহ চৌধুরী, দোলা সেন, পূর্নেন্দু বসু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এরা কবে থেকে পার্টি করছেন? কেউ সেদিন দলে এসেছেন, কেউ কয়েকদিন আগে। কেউ আবার কয়েকদিন আগে অন্য দল করত। মুখ্যমন্ত্রী ওদের দায়িত্ব দিয়েছেন। ভাল কথা।এরপর মদন তাঁর নিজস্ব স্টাইলে বলেন, কোনও একদিন হয়তো দেখব, অর্জুন সিং তৃণমূলের মুখপাত্র হয়ে গিয়েছেন। কারণ, একসময় যাঁরা আমাদের হারিয়েছিলেন, তারাই এখন দলের নেতা, চেয়ারম্যান ইত্যাদি হচ্ছেন। তবে মদন এও জানাতে ভোলেননি, যে এ নিয়ে দলের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই।
উল্লেখ্য, মুখপাত্রদের মদন আক্রমণ করলেও গত মে মাসে বিধানসভার ভোট প্রচারে কুণাল-সায়নী দুজনকেই দেখা গিয়েছিল কামারহাটিতে মদন মিত্রর হয়ে ভোট প্রচারে। এ প্রসঙ্গে কুণাল ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলে তাঁকে পাওয়া যায়নি।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.