LataManggeshkar : এখন অনেকটাই সুস্থ লতা

0
3

এখন অনেকটাই সুস্থ আছেন লতা মঙ্গেশকর। করোনা আক্রান্ত হওয়ার পর শারীরিক অসুস্থতা নিয়ে মুম্বইয়ের হাসপাতালে চিকিৎসাধীন আছেন সুর সম্রাঙ্গী। শুক্রবার হাসপাতাল থেকে তাঁর সুস্থ হয়ে ওঠার খবর জানানো হয়। এমনকী নার্সদের সঙ্গে তাঁর ছবিও প্ৰকাশ করা হয়েছে।

ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আরও বেশ কয়েকদিন হাসপাতালে থাকবেন লতা। তাঁর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। লতার নিউমোনিয়ার সংক্রমণ ও করোনা দুটোই সুস্থতার দিকে এই মুহূর্তে। তাঁকে অক্সিজেন সাপোর্টেও রাখা হয়নি। শরীর অনেকটাই সুস্থ আছে লতার।

লতার ছোট বোন ঊষা মঙ্গেশকর বলেছেন, “আমি ও তাঁর পরিবারের কেউই লতা দিদিকে হাসপাতালে দেখতে যাচ্ছি না এই মুহূর্তে। তবে চিকিৎসক ও ডাক্তাররা রয়েছেন প্রত্যেকেই। আমরাও চাইছি দিদি এখন হাসপাতালেই থাকুন। ওঁর বয়স ৯২।”