Municipal Election: রাজ্যের পুরভোটের ভবিষ্যত কী? শনিবার সিদ্ধান্ত জানাবে কমিশন

0
2

রাজ্যে করোনা পরিস্থিতির জন্য চার পুরসভার ভোট কি পিছিয়ে যাবে? পিছিয়ে গেলেও কবে হবে ভোট? হাইকোর্টের নির্দেশের পর তৎপর রাজ্য নির্বাচন কমিশন। আগামিকাল, শনিবার মুখ্যসচিবের (CS) হরেকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন নির্বাচন কমিশনার সৌরভ দাস। সেই বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কোভিড মোকাবিলায় রাজ্যে ফের কড়া বিধিনিষেধ (Covid Restriction) জারি করেছে নবান্ন। আগামী ২২ তারিখ বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি পুরনিগমে নির্বাচন রয়েছে। নির্ধারিত সূচি মেনেই কি পুরভোট হবে? সিদ্ধান্তে পৌঁছনোর আগে মুখ্যসচিব এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে আলোচনা সেরে ফেলতে চান রাজ্য নির্বাচন কমিশনার। আগামিকাল শনিবার ভার্চুয়াল বৈঠক হবে৷ সেখানেই মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর ভোট নিয়ে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে ২২ জনুয়ারি ৪ পুরসভায় ভোট পিছনোর আবেদন নিয়ে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। কোভিড (Covid) বিধি মেনে ভোট করার পক্ষে নিজেদের মত জানায় রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার, সেই মামলার শুনানিতে পুরভোট পিছনো যায় কি না- তা জানাতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ৪ থেকে ৬ সপ্তাহ পিছনো যায় কি না সে বিষয় ৪৮ ঘণ্টার মধ্যে কমিশনকে সিদ্ধান্ত জানাতে নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন- বিরোধীদের মর্যাদা, নারী সুরক্ষায় জোর আসানসোল-চন্দননগরে বামেদের ইশতেহারে