পাড়ায় সমাধানের মাধ্যমে সেতু নির্মাণের কাজ পরিদর্শনে বিধায়ক

0
4

২১ এর বিধানসভা নির্বাচনে শাসকদল তৃণমূল ঘোষনা করেছিলো বাংলায় তৃতীয় বারের জন্য ক্ষমতায় এলে দুয়ারে সরকার কর্মসূচীর মাধ্যমে পাড়ায় পাড়ায় মানুষের সমস্যার সমাধান করা হবে। সেই মতো মহিষাদল ব্লকের লক্ষ্য- ২ গ্রামপঞ্চায়েত এলাকার কালিকাকুন্ডুর পাত্রপাড়ার মানুষ আবেদন করেছিলো এলাকার মানুষের যাতায়াতের জন্য একটি পাকা সেতু নির্মাণের। পাড়ার মানুষের আবেদনে সাড়া দিয়ে তথ্য সরকার।২৬ লক্ষ টাকায় ব্যয়ে এলাকার পাকা সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। শুক্রবার সেই কাজের শুভারম্ভ ঘটান মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষ্যা- গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা মাইতি,উপপ্রধান সুদর্শন মাইতি সহ অন্যান্যরা। এদিন বিধায়ক তিলককুমার চক্রবর্তী বলেন, আমাদের নেত্রী যা বলেন তাই করে দেখান। এলাকার মানুষ যা চাইবে সেইভাব এলাকার উন্নয়ন ঘটবে।

আরও পড়ুন:বিরোধীদের মর্যাদা, নারী সুরক্ষায় জোর আসানসোল-চন্দননগরে বামেদের ইশতেহারে

তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় অজয় কুমার পাত্র বলেন, আগের সরকার সাধারন মানুষের কথা শুনতো না। এই সরকার সাধারন মানুষের কথা শুনে এলাকার উন্নয়ন ঘটায়।পাড়ায় পাড়ায় সমাধানে অনেকেই উপকৃত হচ্ছেন।