মকর সংক্রান্তির দিনেও আকাশের মুখভার। কনকনে শীত নেই। নেই মৃদু রোদের আলো। উল্টে পৌষের শেষদিনেও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, আজ দিনভর কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।
আরও পড়ুন:মকর সংক্রান্তিতে ভোর থেকেই গঙ্গাসাগরের সৈকতে জনজোয়ার
শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি বেশি। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি তো হবেই, এছাড়াও, দার্জিলিঙ, কালিম্পং, আলিপুরদুয়ারেও বৃষ্টি হতে পারে। তবে, দুই দিনাজপুর, মালদা, কুচবিহারে শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী রবিবার থেকে ধীরে ধীরে বদলাতে শুরু করবে আবহাওয়া। আগামী রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
তবে এখনই জাঁকিয়ে শীত নয় বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। সোমবার থেকে ফের দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে রাজ্যে। তাই শনি ও রবিবার সাময়িক শীতের আমেজ ফের উধাও হতে পারে। সোম এবং মঙ্গলবারও এমনই থাকবে আবহাওয়া। আগামিকাল থেকে দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা কমবে বলে ইঙ্গিত। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং বাদ দিয়ে বাদ বাকি জেলাতে আগামিকালের পর থেকে শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা আগামিকাল থেকে দুই থেকে তিন ডিগ্রি কমবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.