মকর সংক্রান্তিতে ভোর থেকেই গঙ্গাসাগরের সৈকতে জনজোয়ার

0
3

ভোর হতে না হতেই গঙ্গাসাগরের সৈকতে জনজোয়ার। আলো ফোটার আগে থেকেই চলছে পুণ্যস্নান। কাতারে কাতারে পুণ্যার্থী ভিড় জমিয়েছেন সমুদ্র সৈকতে। সবাই যাতে কোভিডবিধি মেনে চলে, সেজন্য মাইকে অনবরত প্রচার করে চলেছে পুলিশ-প্রশাসন। তা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষণ নেই অনেকের মধ্যেই। ফলে জনবিস্ফোরণের কাছে পুলিশ কার্যত দর্শক। আসুন দেখেনি তারই এক ঝলক।