৫ রাজ্যে নির্বাচনের(election) দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে কমিশন। ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচন রয়েছে সৈকত রাজ্য গোয়াতে(Goa))। এহেন অবস্থায় শেষ মুহূর্তের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী সোমবার অর্থাৎ ১৭ জানুয়ারি গোয়া সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তৃণমূল সূত্রের খবর, কোনওরকম প্রকাশ্য সভা বা প্রচার নয়, দলের সাংগঠনিক কাজেই এই গোয়া সফর অভিষেকের।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদিনের এই গোয়া সফরে দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। কাকে কাকে প্রার্থী করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে এই সফরে। এই বৈঠকের পরেই গোয়া তৃণমূল ঠিক করবে তাদের প্রার্থী তালিকা। পাশাপাশি তৃণমূলের তরফে আরো জানা যাচ্ছে, গোয়ায় তৃণমূল তার জোটসঙ্গীকে মোট ৮টি আসন ছেড়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন:Accident Followup: পাত্তা নেই বিজেপির, অভিষেকের নির্দেশে দুর্ঘটনাগ্রস্তদের পাশে যুবশক্তি
উল্লেখ্য, রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার পর গোটা দেশে সংগঠন ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির। আর সেই তালিকায় রয়েছে গোয়াও। গোয়াবাসীর উন্নয়নে ইতিমধ্যেই একের পর এক জনমুখী প্রকল্পের ঘোষণা করা হয়েছে তৃণমূল শিবিরের তরফে। দফায় দফায় গোয়া সফর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও করোনা পরিস্থিতির কারণে গত ৯ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের কথা থাকলেও তা বাতিল করা হয়। এবার অবশ্য করোনা পরিস্থিতিতেকে গুরুত্ব দিয়ে কোনরকম সভা মিছিল ছাড়াই দলের শেষ মুহূর্তের সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতে সৈকত রাজ্যে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।














































































































































