দেশে বাড়তে করোনা পরিস্থিতি(Covid Situation) পর্যালোচনা করতে বৃহস্পতিবার দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রীদের(ChiefMinisters) সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। আর এই বৈঠক থেকেই করোনা পরিস্থিতি সামাল দিতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ে রাজ্যগুলিকে পরামর্শ দেন তিনি। পাশাপাশি বৈঠক থেকে তিনি আরো জানান, ওমিক্রনের(Omicron) পর দ্বিতীয় কোভিড ভ্যারিয়েন্টের জন্য রাজ্যগুলি যেন এখন থেকে প্রস্তুত হয়ে যায়।

মূলত এদিনের বৈঠক থেকে সমস্ত রাজ্যগুলিকে সতর্ক থাকার পাঠ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পূর্ববর্তী ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রন ভীষণ দ্রুত ছড়াচ্ছে। এই সংক্রমণ অত্যন্ত সংক্রামক। আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞরা সমস্ত পরিস্থিতির দিকে নজর রেখেছে। তবে সবকিছু পাশাপাশি আমাদের সতর্ক থাকতে হবে। ১৩০ কোটি মানুষের এই দেশ করোনার বিরুদ্ধে লড়াইয়ে সফল হবেই।” পাশাপাশি তিনি আরো বলেন, আজ দেশের প্রায় ৯২ শতাংশ বয়স্ক মানুষ তাদের প্রথম ডোজের ভ্যাকসিন পেয়ে গিয়েছেন। দ্বিতীয় ডোজের ক্ষেত্রেও ৭০ শতাংশের কাছে পৌঁছে গিয়েছে। আগামী ১০ দিনের মধ্যে প্রায় ৩ কোটি কিশোরকে ভ্যাকসিন দিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন:Dankuni:কাজ আছে বলে বিধবা মহিলাকে নিয়ে উধাও স্বামী, পুলিশের দ্বারস্থ স্ত্রী
পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, “আজ রাজ্যের কাছে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন রয়েছে। প্রথম সারির করোনা যোদ্ধা এবং সিনিয়র নাগরিকদের ‘বুস্টার ডোজ’ যত শীঘ্র দেওয়া সম্ভব হবে ততই শরীরের ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি পাবে। ১০০ শতাংশ ভ্যাকসিনেশনের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার কাজ আরও জোরকদমে করতে হবে আমাদের।”













































































































































