আরটিপিসিআর ছাড়া গঙ্গাসাগরে যাওয়া যাবে না, সাফ জানালেন মুখ্যমন্ত্রী

0
1

বাবুঘাটে গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, করোনাবিধি মেনে চলুন। আদালতের নির্দেশ মানুন। আরটিপিসিআর না হলে গঙ্গাসাগরে যাবেন না।

বুধবার বিকেল ৩.৪০ নাগাদ সিমলা স্ট্রিটের বাড়িতে স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী আসেন বাবুঘাটে। সকলকে শুভেচ্ছা জানান। সেই সঙ্গে সাগর যাত্রীদের উদ্দেশ্যে তাঁর বার্তা…

আরও পড়ুন- Record Covid Test: অভিষেক মডেল: ৩০ হাজার চ্যালেঞ্জ পূরণে নেমে পড়ল ডায়মন্ড হারবার

১. ডবল মাস্ক ব্যবহার করুন

২. স্যানিটাইজারে হাত পরিস্কার রাখুন

৩. আরটিপিসিআর না হলে গঙ্গাসাগরে যাওয়া যাবে না

৪. মেলা কমিটি ও পুলিশ-প্রশাসন যেভাবে কাজ করছে, তাকে সাধুবাদ জানিয়ে বলেন, সকলে জীবন দিয়ে কাজ করছেন

৫. আদালত গঙ্গাসাগরের জন্য যে নির্দেশ দিয়েছে, তা মেনে চলতে হবে

৬. সকলকে কোভিডবিধি মানতে হবে