এক মাস আগে দেশের প্রধানমন্ত্রীর(Prime Minister) নরেন্দ্র মোদির(Narendra Modi) টুইটার হ্যাকিংয়ের ঘটনা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল। তবে শুধু প্রধানমন্ত্রী নয় এবার হ্যাকারদের কবলে পড়ল কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রকের টুইটার হ্যান্ডেল। যদিও কিছুসময়ের মধ্যেই তা পুনরুদ্ধার করা হয় এবং পুরনো চেহারায় ফিরে আনা হয়।

জানা গিয়েছে, বুধবার সকালে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রকের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টের(Twitter account) নাম বদলে হয়ে যায় ‘এলন মাস্ক’। এবং সেই টুইটার অ্যাকাউন্ট থেকে একের পর এক টুইট করা হতে থাকে। প্রত্যেক টুইটে লেখা ছিল ‘গ্রেট জব’। বিষয়টি নজরে আসতেই টুইটার হ্যান্ডেল পুনরুদ্ধারে নেমে পড়ে কেন্দ্র। দ্রুত মুছে ফেলা হয় কিছুক্ষণ আগে করা টুইট। এলন মাস্ক নাম বদলে ফের ফিরে আসে মন্ত্রকের নাম। পরে এই হ্যাকিং সংক্রান্ত খবরের কথা স্বীকার করে কেন্দ্রীয় মন্ত্রক জানায়, টুইটার হ্যান্ডল আবার পুরনো চেহারায় ফিরিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:Swapan Banerjee: বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্বপন বন্দোপাধ্যায়ের মুকুটে নয়া পালক
উল্লেখ্য, এই প্রথমবার নয় এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার হ্যান্ডেল একই ভাবে হ্যাক করেছিলো হ্যাকাররা। তাৎপর্যপূর্ণ ভাবে তা ঘটেছিল ঠিক এক মাস আগে, ১২ ডিসেম্বর, ২০২১-এ। সে বার মোদীর নিজের হ্যান্ডল থেকে টুইট করা হয়েছিল, ক্রিপ্টোকারেন্সির বৈধতা সংক্রান্ত ভুয়ো খবর। এক মাস পর ফের হ্যাকার-হানা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের টুইটারে।













































































































































