India Match: দ্বিতীয় ইনিংসের শুরুতেই চাপে ভারত, দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৫৭ রান টিম ইন্ডিয়ার

0
1

ভারত-দক্ষিণ আফ্রিকা ( India-South Africa) তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত। দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৫৭ রান টিম ইন্ডিয়ার। ৭০ রানে এগিয়ে বিরাট বাহিনী।

ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ইনিংসে দাপট দেখায় ভারতীয় বোলাররা। যার ফলে ২১০ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রোটিয়াদের হয়ে লড়াই করেন কিগান পিটারসেন। ৭২ রান করেন তিনি। ২৮ রান করেন বাভুমা। ২৫ রান করেন মহারাজ। ভারতের হয়ে ৫ উইকেট নেন যশপ্রীত বুমরাহ। দুটি করে উইকেট নেন উমেশ যাদব এবং মহম্মদ শামি। একটি করে উইকেট নেন শার্দুল ঠাকুর।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারতীয় দল। শুরুতেই উইকেট হারায় কে এল রাহুল এবং ময়ঙ্ক আগারওয়াল। ১০ রান করেন রাহুল। ময়ঙ্ক করেন ৭ রান। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন চেতেশ্বর পুজারা এবং বিরাট কোহলি। প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নেন কাসিগো রাবাডা এবং জনসেন।

আরও পড়ুন:Ab de Villiers: কেন সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবিডি? জানালেন নিজেই