করোনা মুক্ত সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly) । ফিরলেন দাদাগিরি’র শুটিংয়ে। বুধবার থেকে দাদাগিরি’র শুটিংয়ের কাজ শুরু করলেন মহারাজ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। আর সেখানে তিনি লেখেন,” কাজে ফিরলাম।”
গত মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । উপসর্গ থাকায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছিল তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ডও। এমনকি মহারাজ ওমিক্রন ভাইরাসে আক্রান্ত কিনা, তা জানতে তাঁর নমুনা জিন পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই পরীক্ষার ফল নেগেটিভ আসে। বছরের শেষ দিন হাসপাতাল থেকে বাড়ি ফেরেন সৌরভ।