ChiefMinister: স্বামীজিকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

0
1

মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা স্বামী বিবেকানন্দকে। বীর সন্ন্যাসীর ১৬০তম জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানাতে এদিন দুপুর ৩.২৩ মিনিটে স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়িতে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রথমেই কথা বলেন স্বামীজিদের সঙ্গে। এরপর ফুলে, প্রার্থনায় শ্রদ্ধা জানান। সঙ্গে শালও দেন। এরপর মিনিট খানেক কথা হয়। সকলকে প্রণাম জানিয়ে সিমলা স্ট্রিট ছাড়েন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- Record Covid Test: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া পদক্ষেপ, ডায়মন্ড হারবারে কমেছে পজিটিভিটি রেট