২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত প্রায় ১.৯৫ লক্ষ, উদ্বেগ বাড়িয়ে ওমিক্রন আক্রান্ত ৪০৭

0
1

দেশে করোনা পরিস্থিতি(covid situation) ক্রমশ লাগামছাড়া হয়ে উঠছে। রেকর্ড গড়ে বুধবার কার্যত তা শিখরে পৌঁছল। শেষ ২৪ ঘন্টায় বুধবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১.৯৫ লক্ষ। শুধু তাই নয় ব্যাপকভাবে বেড়েছে ওমিক্রন(Omicron) আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘন্টায় দেশে ওমিক্রন আক্রান্ত হয়েছেন ৪০৭ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের(Central health ministry) রিপোর্ট অনুযায়ী বুধবার দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১,৯৪,৭২০ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ১,৬৮,০৬৩ জন। গতকালের তুলনায় আজ করোনা আক্রান্তের সংখ্যা ১৫.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৪২ জনের। পাশাপাশি সুস্থ হয়েছেন ৬০,৪০৫ জন। বর্তমানে এক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৯,৫৫,৩১৯ জন। শুধু তাই নয় দেশজুড়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে ব্যাপকভাবে। শেষ ২৪ ঘন্টায় দেশে ওমিক্রন আক্রান্ত হয়েছেন ৪০৭ জন। সব মিলিয়ে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৮৬৮।