হচ্ছে না বদলি। কথা রাখল রাজ্য সরকার। সোমবার ৫ বিষপানকারী শিক্ষিকা এবং শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নেতা মইদুল ইসলামের বদলির নির্দেশ বাতিল করল স্কুল শিক্ষাদফতর। পাশাপাশি আন্দোলনকারী ৭ জনের বেতন বন্ধ রেখেছিল সরকার। তাও চালু হচ্ছে। আবেদনের ভিত্তিতে বদলি বাতিল করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট দফতরের।

মাস কয়েক আগে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিলেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পাঁচ শিক্ষিকা। বিক্ষোভের সময় বিষপান করে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন তাঁরা। সে দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনেও বিক্ষোভ চালান। সম্প্রতি তৃণমূলে যোগ দেন ওই পাঁচ জন। ব্রাত্য বসুই তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। ডায়মন্ডহারবারে তৃণমূলের যোগদান অনুষ্ঠানে যোগ দেন শিক্ষক নেতা মইদুল ইসলামও।

এরপর নিজেদের দাবিদাওয়া নিয়ে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন তাঁরা। দীর্ঘক্ষণ আলোচনা হয়। শিক্ষামন্ত্রী বদলি রদ এবং বেতন চালুর আশ্বাস দেন। বৈঠক শেষে শিক্ষক নেতা মইদুল ইসলাম বলেছিলেন, “আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছি। এতদিন লড়াইয়ের পর আমরা জয় পেলাম।” কথা রাখল রাজ্য সরকার। সোমবার বিজ্ঞপ্তি জারি করে ১৮ আগস্টের নির্দেশিকা বাতিল করে দেওয়া হয়। ফলে নিজেদের পুরনো জায়গাতেই থাকছেন ওই ৬ জন।
আরও পড়ুন- Corona: করোনা আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, আক্রান্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী

































































































































